Thumbnail

বাংলা ডেমো টেক্সট

Mohsin Uddin
a year ago

আমরা বাংলায় ওয়েব ডেডলপমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে প্রথম যে সমস্যাটার মুখোমুখি হই, সেটা হলো, বাংলা ডেমো টেক্সট। ইংরেজির জন্য lorem ipsum তো আছে । বাংলার জন্য কি আছে? সেই ধারনা থেকেই বাংলা ডেমো টেক্সট তৈরীর চেষ্টা। HTML এর প্রয়োজনীয় প্রায় সব ফরম্যাটেই বাংলা ডেমো টেক্সট তুলে ধরা হয়েছে। আশা করছি, এরি ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাজে আসবে।


 জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে।
   
   মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। বিপুল মাংস, কঠিন বর্ম, প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, প্রশ্রয়ের পরিমাণ যত বেশি হয় দুর্বলতার বোঝাও তত দুর্বহ হয়ে ওঠে। নূতন পর্বে প্রকৃতি যথাসম্ভব মানুষের বরাদ্দ কম করে দিয়ে নিজে রইল নেপথ্যে।
   
   মানুষকে দেখতে হল খুব ছোটো, কিন্তু সেটা একটা কৌশল মাত্র। এবারকার জীবযাত্রার পালায় বিপুলতাকে করা হল বহুলতায় পরিণত। মহাকায় জন্তু ছিল প্রকাণ্ড একলা, মানুষ হল দূরপ্রসারিত অনেক।